July 30, 2025, 5:31 pm
পাবনা প্রতিনিধিঃ
পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক শাহীনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টায় চাটমোহর থানা মোড় আমতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে গত শনিবার ও বৃহস্পতিবার উপজেলায় গুনাইগাছায় পৃথক দুইটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) চাটমোহর উপজেলা সচেতন নাগরিকের ব্যনারে এই মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, চিহ্নিত কিছু ব্যক্তি ধর্ষণের বিষয়টি ধামাচাপা দেওয়া ও মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং শিশুটির পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে।বক্তারা ধর্ষক শাহীনকে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলেন, শাহীনকে দ্রুত গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, মো. জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, ছাত্র প্রতিনিধি ভ. ই. কাস্ত্রো সাগর, মোহাম্মদ আলী, আব্দুল ওহাব বেলালী, নাজমুল হক বাঁশি, ছাত্র ইউনিয়ন নেতা এস এ মারুফ, সাকিব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ২২ জুলাই চাটমোহরে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রী ধর্ষষের শিকার হয়েছে। এ বিষয়ে গত বুধবার (২৩ জুলাই) সকালে চাটমোহর থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী ইসমত আরা খাতুন অভিযোগ করেছেন, গত মঙ্গলবার (২২ জুলাই) তার মেয়ে (১৩) কে জোরপূর্বক ধর্ষন করেছে প্রতিবেশী আঃ কুদ্দুস মন্ডলের ছেলে শাহিন হোসেন (৩৫)। শাহিন পেশায় মুদি দোকানী। ঘটনার পর থেকেই শাহিন পলাতক। ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে ওই স্কুলছাত্রী অভিযুক্ত শাহিনের দোকানে বিস্কুট কিনতে যায়। এসময় শাহির মেয়েটিকে পাকা কাঁঠাল দেখানোর কথা বলে বাড়ির মধ্যে নিয়ে যায়। শাহিন তার ভাই সেলিম হোসেনের ঘরে নিয়ে মেয়েটির গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষন করে।
এলাকাবাসী জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মীমাংসা না হওয়ায় চাটমোহর থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই স্কুলছাত্রীর মা মামলা করেন। মামলা নং ১১, তাং ২৩/০৭/২০২৫ ইং।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার দিনই মামলা হয়েছে। ঘটনার পর থেকেই আসামি পলাতক। তাকে গ্রেফতারের সব ধরণের চেষ্টা চলছে।
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা।