ভোলার লালমোহনে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে শেখ রাসেল দিবস ২০২২ উদযাপন উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে (২৭ সেপ্টেম্বর মঙ্গলবার) উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেল দিবস উদযাপিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, একাডেমি সুপার ভাইজার মদন মোহন মন্ডল, সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।

এর আগে নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ বাস্তবায়নে উপজেলা পর্যায়ে মীনা দিবস-২০২২ পালিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *