July 29, 2025, 11:46 am
কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্ন সমস্যা ও ভোগান্তি কমাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা সরকারি কলেজ শাখা। প্রতিটি পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি কলেজের সামনে স্থাপন করা হচ্ছে একটি হেল্প ডেস্ক, যা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
সোমবার (২৮ জুলাই) সকালে প্রতিদিনের মতো কলেজের মূল ফটকের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে সংগঠনটি। হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, খাবার পানি ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া অভিভাবকদের জন্য প্যান্ডেলের নিচে বসার জন্য চেয়ার, খাবার পানি এবং স্যালাইন সরবরাহের ব্যবস্থা রাখা হয়।
হেল্প ডেস্কের এই কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এই সহায়তামূলক কার্যক্রম নিয়মিত চালু রাখার আহ্বান জানান।
একজন অভিভাবক খাদিজা আক্তার বলেন, “আমার মেয়ে যখন এসএসসি পরীক্ষা দেয়, তখন সেন্টারের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। কিন্তু এবার এখানে এসে এমনভাবে বসতে পারব, তা কল্পনাও করিনি। যারা এই আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই। আশা করি প্রতিটি পরীক্ষায় এবং শহরের অন্যান্য কেন্দ্রেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে।”
ইসলামি ছাত্র আন্দোলন কুমিল্লা সরকারি কলেজ শাখার সভাপতি কাইফ বিন হাবিব ভূঁঞা বলেন, “পরীক্ষার্থীদের সঠিক কেন্দ্র খুঁজে পেতে সহায়তা, নিরাপদ স্থানে ব্যাগ ও মোবাইল রাখা, পানি সরবরাহ, প্রয়োজনীয় কলম-পেন্সিল বিতরণ এবং তথ্য সহায়তা প্রদানের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকরা যেন কোনো বিড়ম্বনার শিকার না হন, সেটিই আমাদের মূল লক্ষ্য।”
এই উদ্যোগ কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সচেতন অভিভাবক ও শিক্ষার্থীরা।