প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মা-নববন্ধন

নাজিম উদ্দিন রানা::
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ প্রদান ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসময় লক্ষ্মীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি রেজাউল করিম সুমন, সদর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ, সেক্রেটারি রিয়াজুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা সভাপতি মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারি মিজানুর রহমান, রামগঞ্জ উপজেলা সভাপতি এমরান হোসেন, রায়পুর উপজেলা সেক্রেটারি খালেদ মাহমুদ, কেয়ার এডুকেশন এর প্রধান শিক্ষক আসাদুজ্জামান।

মানববন্ধনে বক্তারা বলেন, “বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। অথচ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে তাদের বঞ্চিত করা হচ্ছে, যা চরম বৈষম্য ও বৈধ অধিকার হরণ।”

তারা আরও বলেন, “সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি শিক্ষার্থীরাও মেধার বিচারে সমান। তাই সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
পরে একটি স্বারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *