পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তার হাত বাড়িয়েছেন শামসুর রহমান ফাউন্ডেশন
ও সিরাতুল হুদা ট্রাস্ট এর উদ্যোগে পাইকগাছা থানায় একটি অত্যাধুনিক প্রিন্টার উপহার দেওয়া হয়েছে। এই উপহার সামগ্রীটি হস্তান্তর করেন শামসুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সিরাতুল হুদা ট্রাস্টের চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের ডাইরেক্টর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোঃ মেসবাহুল ইসলাম।
বৃহস্পতিবার (২৫ জুলাই, ২০২৪) সন্ধ্যায় পাইকগাছা থানা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রিন্টারটি হস্তান্তর করা হয়। এ সময় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ প্রিন্টারটি গ্রহণ করেন।
মেজর (অব.) মেসবাহুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য। তাদের দাপ্তরিক কাজে গতি আনতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শামসুর রহমান ফাউন্ডেশন সবসময় সমাজসেবামূলক কার্যক্রমে নিয়োজিত এবং ভবিষ্যতেও আমরা সমাজের কল্যাণে কাজ করে যাবো।”
ওসি রিয়াদ মাহমুদ শামসুর রহমান ফাউন্ডেশন ও সিরাতুল হুদা ট্রাস্ট এবং মেজর (অব.) মেসবাহুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রিন্টারটি আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।” এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সারোয়ার জেলা সূরা সদস্য কাজী তামজিদ আলম, প্রভাষক আব্দুল মমিন সানা, অ্যাডভোকেট আব্দুল মজিদ,
পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ নুরু আলম সিদ্দিকী বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর ডাঃ মোঃ আসাদুল হক, সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান, সেক্রেটারি আল মামুন পৌর ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল আহমেদ , ৬ নং ওয়ার্ড সভাপতি গাজী আব্দুল কাদেরসহ থানার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং এটি পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply