July 27, 2025, 5:26 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে এসএসসি ২০২৫ সালে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তুষভান্ডার রমণী মোহন মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা বিএনবির সদস্য সচিব,আমিনুল ইসলাম,এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, ৫নং চন্দ্রপুর ইউনিয়নের তিন বারের সফল চেয়ারম্যান ও আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। আজকের এই তরুণ প্রজন্মই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়বে। আমরা বিশ্বাস করি, আলোকিত সমাজ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই।
এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১৪১জন ছাত্র ছাত্রীর মধ্যে অ্যায়াড প্রধান করা হয়। যে সকল স্কুল থেকে এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত হয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষককে অ্যায়াড প্রধান করা হয়।
এসএসসি পরবর্তী দিকনির্দেশনা বিষয়ে আলোচনা হয়। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ বাবু, সদস্য ফারহান উদ্দিন আহমেদ পাশা, হুমায়ূন কবির বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙুর, সদস্য সচিব মেহেরবান মিঠু, সাংবাদিক, শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা সহ আরো অনেক উপস্থিত ছিলেন। ভোটমারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাসেত পাটোয়ারী সাবলীলভাবে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
হাসমত উল্লাহ।।