July 27, 2025, 5:14 pm
হেলাল শেখঃ ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা অবাধে চলছে। দিনে কিংবা রাতে, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপ ও গোপন ক্লাব ঘরগুলোতে এসব জুয়ার আয়োজন চলছে নিয়মিত।
স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ফলে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। জুয়ার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে জুয়ারিরা।
আইন অনুযায়ী অনলাইন জুয়া ‘২০২৫ সালের ডিজিটাল অপরাধ দমন আইনের ২০ ধারায়’ আমলযোগ্য অপরাধ, তবে আশুলিয়া থানা পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলছেন সচেতন মহল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি জানান, কিছু অসাধু ব্যক্তির মদদে অনলাইন জুয়ার কারবার চালু রয়েছে। এদের মধ্যে কিছু প্রভাবশালী ও রাজনৈতিক ছত্রচ্ছায়ায় রয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পুলিশের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ হতাশ। সচেতন এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই অবৈধ অনলাইন জুয়া, তিন তাস জুয়া ও লটারি জুয়া বন্ধে প্রশাসনের কঠোর অভিযান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, জুয়া, মাদক কারবারি যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।