নবীনগরে সংসদ নির্বাচনে বিএনপির এককপ্রার্থী হওয়ার সম্ভাবনা নি-র্যাতিত নেতা আলী আজ্জম জালাল

মোঃতরিকুল ইসলাম তরুণ, নিজেস্ব প্রতিবেদক,

ব্রাহ্মণবাড়ীয়া ৫ আসন নবীনগরের মাটি মানুষের কারানির্যাতিত নেতা আলী আজ্জম জালাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির একক প্রার্থীহয়ে লড়বে বলে আশাবাদী জনগণের। আজ রবিবার নবীনগর উপজেলার ডুবাইল,বাজেবিশাড়া,ভিটি বিশাড়া, শাহপুর, রতনপুর,পেরাকান্দি, কাগাতুয়া,সহ অনেক গুলো গ্রামসহ নবীনগর সদরের জনগণের সাথে কথা বলে জানা যায়

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মুখে মুখে শোনা যাচ্ছে নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আজ্জম জালালের নাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে ইতিমধ্যেই দেশের বিভিন্ন আসনে প্রার্থী মোটামুটি চূড়ান্ত করার কাজ করছে জাতীয়তাবাদী দল বিএনপি।
এ নিয়ে শুরু হয়েছে সরগল।
কে হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে অন্যতম বড় একটি আসন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে ধানের শীষের কান্ডারী।

অনুসন্ধানে দেখা গেছে এই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন প্রায় ডজন খানেক নেতা।
ইতিমধ্যেই সবাই যার যার মত করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

জনমত জরিপে দেখা যায়,এ আসনে স্বঘোষিত বিভিন্ন হেভিওয়েট প্রার্থী থাকলেও ভদ্র এবং ক্লিন ইমেজের প্রার্থী বিশিষ্ট ব্যাবসায়ী কারানির্যাতিত নেতা আলী আজ্জম জালালের নাম
সবার মুখে মুখে শোনা যাচ্ছে।

এই আসনটিতে বিএনপি যখন বিভিন্ন গ্রুপিংয়ে জর্জরিত ঠিক সেই অবস্থায় দলের জন্য কাজ করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছেন বিএনপির এই নেতা।

আলী আজ্জম জালালের সঙ্গে কথা বলে জানা যায়,তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন সহ দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করছেন তিনি। তিনি বলেন,জনগণের খেদমত করার উদ্দেশ্যে দল থেকে মনোনয়ন চাইবো। আশা করছি দল আমার অতীতের ত্যাগ,তিতিক্ষা ও কর্মকান্ড বিবেচনা করে আমাকে সুদৃষ্টিতে রাখবেন।

নাম প্রকাশ না করার শর্তে, স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন,এখানকার অধিকাংশ মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকেই জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।
এমতাবস্থায় পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ কে খুঁজছে সাধারণ ভোটার গন এবং দলীয় সমর্থকগণ ।আর এ তালিকার যিনি শীর্ষ অবস্থানে রয়েছেন তিনি হচ্ছেন আলী আজ্জম জালাল। দল থেকে তিনি মনোনয়ন পেলে ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *