July 27, 2025, 5:21 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
আগামীকাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি উপলক্ষে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে নগরীর কাচারী রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়-জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করে আগামীকাল সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা সদরে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক রাজনৈতিক কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাথা’।এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হয়ে একই স্থানে সমাবেশ করবে।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন,সার্জিস আলম,হাসনাত আব্দুল্লাহ, ডাঃ তাসনিম জারা,নাসিরুদ্দীন পাটোয়ারী, সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বক্তারা শান্তিপূর্ণ এই কর্মসূচীতে জেলাবাসীকে অংশ গ্রহণের জন্য আহবান জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান বাস্তবায়নকারী মো: ইকরাম এলাহী খান সাজ, যুগ্ম বাস্তবায়নকারী এড. এ.টি.এম মাহবুব উল আলম, মাহমুদুল হাসান সোহেল, মো: মোজাম্মেল হক, মোকাররম আদনান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরে আহবায়ক ওলি উল্লাহ, মেহেদী হাসান সিয়ামসহ স্থানীয় নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান বাস্তবায়নকারী মো: ইকরাম এলাহী খান সাজ বলেন, “জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার আদায়ের রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা রাজনীতিকে মুক্ত করতে চাই ক্ষমতার দখলদারিত্ব, দুর্নীতি ও বৈষম্য থেকে। ‘জুলাই পদযাত্রা’ সেই আন্দোলনেরই অংশ, যার মাধ্যমে আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে কথা বলছি, স্বপ্ন দেখাচ্ছি, এবং বাস্তবতা তুলে ধরছি।”
এ সময় তারা অভিযোগ করেন, দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় সাধারণ মানুষ উপেক্ষিত। এনসিপি সেই শূন্যতা পূরণে কাজ করছে।
যুগ্ম বাস্তবায়নকারী এড. এ.টি.এম মাহবুব উল আলম বলেন, “আমাদের এই পদযাত্রা জনগণের সঙ্গে সরাসরি সংলাপের একটি কৌশল। ময়মনসিংহের প্রতিটি উপজেলায় আমরা গণসচেতনতা গড়ে তুলতে চাই। রাজনীতিকে ফিরিয়ে দিতে চাই মূল্যবোধ ও জবাবদিহিতার জায়গায়।”
তিনি আরও জানান, এই জেলা দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। আমরা এনসিপিকে ময়মনসিংহে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাই। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় সাংগঠনিক কাঠামো গঠনের কাজ শেষ হয়েছে।”
সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দলের উদ্বেগ প্রকাশ করে বলা হয়, পদযাত্রা ও সভা-সমাবেশে যেন কোনো প্রকার বাধা না আসে, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জানিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেন এনসিপির পদযাত্রা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর। আগামীকাল এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।এ ছাড়া পদযাত্রা সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা ও সমাবেশ সমাপ্ত হবে।