July 27, 2025, 4:01 am
এস.এম. সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে ২৮ জুলাই উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে দলের ত্যাগী ও যোগ্য নেতাদের ভোট দিয়ে বিজয় করার আহবান জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি নেতা, বাগেরহাট-৪, আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
শনিবার বিকেল ৩টায় বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ উপজেলা বিএনপির সম্মেলনে দলীয় নেতাকর্মী ভোটারদের বিএনপির সভাপতি প্রার্থী শহিদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম প্যানেলকে ভোট দেওয়ার আহŸান জানান কাজী শিপন।
এ সময় তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের মামলা হামলা নির্যাতনের স্বিকার হয়ে শক্ত হাতে দলের হাল ধরে রেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলীয় সকল কার্যক্রম মাঠ পর্যায়ে যারা বাস্তবায়ন করেছেন এমন দক্ষ সংগঠক দলের ত্যাগী নেতাদেরকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনেরা জন্য নেতৃত্ব দিতে হবে। এ প্যানেল নির্বাচন পরিচালনার জন্য উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি নির্বাচনে সকল কার্যক্রম পরিচালনা করবেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মতিউর রহমান বাচ্চু, শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিএনপি নেতা আলি আজিম বাবুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।