July 27, 2025, 12:01 am
বানারীপাড়া প্রতিনিধি:
বানারীপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার
মোঃ বায়েজিদুর রহমান।
শনিবার ২৬ জুলাই বানারীপাড়া উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কতৃক অনুষ্ঠিত হয় ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ অনুষ্ঠান। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরির সভাপতিত্বে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা ও সাম্যতার মানবিক দর্শনের উপরে বক্তব্য রাখেন উপজেলা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ এবং উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, পৌর জামায়াতে ইসলামির আমীর কাওসার হোসেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন,উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ সাব্বির হোসেন,নাইমুর ইসলাম।
বক্তারা বলেন, সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সবাইকে সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারীর মর্যাদা রক্ষা ও শিশুদের নিরাপদ পরিবেশ গঠনে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সামাজিক ঐক্য ও মানবিক চেতনা জাগ্রত করাও জরুরি।
এই আয়োজনের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জুলাই শহীদদের, যাঁদের আত্মত্যাগ আজকের সামাজিক জাগরণ ও মানবিক চেতনার অনুপ্রেরণা। তাঁদের স্বপ্ন ও ত্যাগের ভিত্তিতেই গড়ে উঠছে “জুলাই পুনর্জাগরণ” আন্দোলন, যার লক্ষ্য সত্যিকারের বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন।