জয়পুরহাটে এক গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস

জয়পুরহাটে পারভিন আক্তারে (৩৭) নামে এক গৃহবধূর লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।

মঙ্গবলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটে জানিয়ার বাগানে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত সাজেদা একজন গৃহিণী এবং তার স্বামী হাফিজুল ইসলাম একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি গত বছর নভেম্বর মাসে এ বাসায় ভাড়া নেন। তিনি পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। নিহত সাজেদা ইসলামের দুইটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে হাবিবা, তিনি ঢাকায় এআইইউবি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। দ্বিতীয় কন্যা আরিফা ইসলাম এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

দ্বিতীয় আরিফা ইসলাম জানান, আজ পরীক্ষা দিয়ে বাসা ফিরে আমার মায়ের লাশ দেখতে পেয়ে পুলিশ’কে খবর দেয়। এরপর জয়পুরহাট সদর থানা পুলিশ বিকেল ৩ টার দিকে এসে লাশটি উদ্ধার করে। আমার মাকে হত্যা করা হয়েছে। আমাদের সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গিয়েছে।

এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তাদের কাজের মেয়ে এ হত্যার সাথে জড়িত আছে বলে তিনি মনে করেন।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, যেহেতু লাশের পিছনে দুই হাত বাধা ছিল এবং গলায় কাপড় পেঁচানো ছিল সুতরাং প্রাথমিকভাবে আমরা মনে করছি এই গৃহবধূকে হত্যা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *