July 27, 2025, 6:12 am
হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক, সন্ত্রাস, জুয়া ও অসামাজিক কার্যকলাপ দমনে থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
শনিবার (২৬ জুলাই ২০২৫ইং) আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান মাইকে বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া একটি এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি-যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে থানা পুলিশকে জানিয়ে সহযোগিতা করুন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।”
ওসি হান্নান আশাবাদ ব্যক্ত করে বলেন, “আশুলিয়াকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতেই আমাদের এই প্রচেষ্টা। সকলে সচেতন হলে ও প্রশাসনকে সহযোগিতা করলে এটি বাস্তবায়ন সম্ভব।” তবে কিছু স্বল্পতা রয়েছে, কেউই থানায় কোনো বিষয়ে জরুরি ফোন করে সেবা চাইলে মুহূর্তেই ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয় না কারণ, থানায় যানবাহন সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে, ভাড়া বাড়িতে আশুলিয়া থানার কার্যক্রম, অফিসারদের ভাড়া গাড়ি দিয়ে ডিউটি করাসহ বিভিন্ন সমস্যা রয়েছে বলে অনেকেই জানান।