March 16, 2025, 7:46 pm
হেলাল শেখঃ ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে সাভারে ছাত্র হত্যা মামলার আসামি মামুনকে গ্রেফতার।
রবিবার (১৬ মার্চ ২০২৫ইং) সকালে সাভার ডিবি পুলিশ জানায়, ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাধক ও উপজলা চেয়্যারম্যান রাজিবের একান্ত সহযোগী ছাত্র হত্যা মামলার আসামী মামুন গ্রেফতার
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান, পুলিশ সুপার, ঢাকা ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এডহক কমিটি-২০২৫ মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া অফিসার ও ফোর্স সহ অদ্য ১৫/০৩/২৫ খ্রি. তারিখ বিগত আওয়ামীলীগ সরকারের দোসর, সাবেক সাভার উপজলা চেয়্যারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাধক রাজিবের একান্ত সহযোগী, ছাত্র হত্যার মামলার আসামী, সাভারের ত্রাস, কুখ্যাত চাঁদাবাজ, অবৈধভাবে জমি দখলকারী, মোঃ মামুন আহমেদ (৩৫), পিতা-বিল্লাল হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং-তেতুলঝোড়া, থানা-সাভার মডেল, জেলা- ঢাকাকে গ্রেফতার করেন। ডিবি পুলিশ জানায়, অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যে অভিযান চলমান আছে, অপরাধী যেইহোক না কেন তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।