July 27, 2025, 6:13 am
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৩তম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মরুয়াদহ বাগানের ঘাট আদর্শ বালিকা মাদ্রাসা মাঠে মৃত হাজী আজিজুল হকের স্মরণে সুন্দরগঞ্জ জামায়াতের পৌর আমীর একরামুল হকের সভাপতিত্বে হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন,থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসা সুপার আব্দুস ছামাদ, আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক, হাজী আজিজুল হক মাস্টার, হাজী আব্দুর রাজ্জাক মহুরি, নূর আলম আজাদী, হাজী মোফাজ্জল হক, সাবেক মেম্বার গোলাম মোস্তফা প্রমূখ। হাজী সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক গোলজার রহমান। যোহর বাদ হাজীদের আপায়ণের ব্যবস্থা করা হয়।