July 26, 2025, 8:47 pm
সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১১ নং রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে সরকার বাড়ির মসজিদ সংলগ্ন সৈদারচালা ক্রীড়া যুব সংঘের আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(২৫ জুলাই) বিকেলে উপজেলার পলাশতলী সৈদারচালা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অবঃ প্রফেসর ডাঃ সাইফুল ইসলাম।
হাডুডু ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ হযরত আলী।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক অধ্যাপক আনিসুর রহমান,উপজেলা বিএনপির সদস্য শামসুর রহমান সুমন,আব্দুল হাই আর্মি,পৌর বিএনপির সদস্য আজহারুল আলম রিপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে আলম উজ্জ্বল,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জনি,আতিকুর রহমান সুজন শিকদার,মনিরুজ্জামান রাসেল,নাজমুল হক,মোজাম্মেল হক,গোলাম ফারুক, দেলোয়ার হোসেন আরিফ তরফদার,আজিজ প্রমুখ।
আয়োজিত ফাইনাল খেলার ফলাফল বিবাহিত বনাম অবিবাহিত ৩ হাডুডু ।