March 15, 2025, 10:02 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরে পানি উঠানো’কে কেন্দ্র করে ইউপি সদস্যের উপর হামলাসহ দু’জন আহতের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার সোলাদানার হরিখালীতে পানিউন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের সামনে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, হরিখালী মৌজায় এলাকার ঘের মালিকরা উন্নয়ন সংস্থা কারিতাস নির্মিত একমাত্র স্লুইস গেট দিয়ে পানি উত্তোলন করে চিংড়ি ঘের করে আসছেন। ঘের মালিক সুত্র বলছেন, এ স্লুইস গেটটি স্থানীয় গোবিন্দ লাল মন্ডলের ছেলে ঘের মালিক গোলক মন্ডল চিংড়ি ঘেরের মধ্যে থাকায় সে পানি উঠানোর বাঁধা হয়ে দাড়ায়। এ বিষয়ে ছালুবুনিয়ার বাসিন্দা নরেশ চন্দ্র ঢালীর ছেলে ঘের মালিক কিরন চন্দ্র ঢালী জানান, প্রতিবছর গোলক মন্ডলকে টাকা না দিলে সে অন্য ঘের গুলোয় পানি উঠাতে দেয়না।
সে কারনে এ বছর পানির অভাবে শত-শত বিঘার চিংড়ি ঘেরগুলো শুকনো অবস্থায় পড়ে রয়েছে।
তাই, প্রতিকার পেতে ঘের মালিকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে গোলক মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করেন।
নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বিষয়টি পানিউন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেনকে তদন্তে পাঠান। এর প্রেক্ষিতে শনিবার দুপুরে মোতালেব হোসেন ঘটনাস্থলে তদন্ত গেলে ঘের মালিক গোলক মন্ডল ও কিরন মন্ডলসহ অন্য ঘের মালিকরা তর্কে জড়িয়ে পড়ে। কিরন মন্ডল অভিযোগ করেন, এক পর্যায়ে গোলক মন্ডল ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য শেখর ঢালীর উপর হামলা এবং লাঞ্ছিত করে। এ প্রসঙ্গে গোলক মন্ডল টাকার কথা অস্বীকার করে বলেন,আমার জমির উপর কারিতাসের গেটটি সংস্কার করতে প্রতিবছর অনেক টাকা খরচ হয়। কিন্তু এ গেট দিয়ে অন্য ঘের মালিকরা পানি নিতে চাইলে আমার প্রায়দেড় বিঘা জমি নষ্ট হবে তদন্তকালে বিষয়টি এসও’কে বুঝাচ্ছিলাম। তিনি অভিযোগ করেন এর ফাঁকে ইউপি সদস্য শেখর ঢালী আমার চড়াও হলে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে এস’ও মোতালেব হোসেন জানান,উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে তদন্তকালে গেটটি পানি উন্নয়ন বোর্ডের নয় বলে জানা যায়। এসময় কথাকাটিকাটির এক পর্যায়ে দু পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে তিনি জানান।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা