গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মি-থ্যা মা-মলা প্র-ত্যাহারের দাবিতে বিক্ষো-ভ

রাসেল শেখ,
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং যুগ্ন আহবায়কসহ সকল নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এসময় তারা ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন গংয়ের শাস্তি এবং তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবী করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।

গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজ। তাদের দাবী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন গং এক নারীকে দিয়ে তাদের কেসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে।

মিছিল শেষ সমাবেশে তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজসহ দলের কোনো নেতাকর্মী কখনোই কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত ছিল না। একটি সাজানো চাঁদাবাজি মামলা দিয়ে তাদেরকে আসামী করা হয়েছে। রাজনৈতিকভাবে দলীয় নেতাকর্মীদের কাছে স্বেচ্ছাসেবক দলের সুনাম নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তদন্ত করে চাঁদাবাজির সাথে জড়িত ব্যাক্তিদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবী করছি।

প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, সাবেক জাসাস নেতা জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, মনোয়ার হোসেন, ছাত্রদলের তানভীর ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ সভা শেষে তারা মহাসড়কের পাশে ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকায় আগুণ দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *