বিএনপি নেতা শেখ আব্দুর রউফকে কু-পিয়ে জ-খম করার ঘটনায় গ্রেফ-তার-৩

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিষ্কৃত) শেখ আব্দুর রউফকে কুপিয়ে জখম করার ঘটনায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কামাল শেখ, তালেব খান ও লিটন খান নামে ৩ আসামীকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা। পরে সুজানগর থানায় তাদের হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের থানা পুলিশ পাবনা আদালতে প্রেরণ করলে আদালত ওই ৩জনের জামিন নামঞ্জুর করে পাবনা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। কামাল শেখ সুজানগর পৌরসভার চর সুজানগর এলাকার মৃত মোহর শেখের ছেলে, তালেব খান হাকিমুদ্দিনের ছেলে ও লিটন খান একই এলাকার আরশেদ খানের ছেলে। উল্লেখ্য, গত ৯ জুলাই বুধবার সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হলরোডে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে এবং ২৫ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় গত ১১ জুলাই রাতে গুরুতর আহত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিষ্কৃত) শেখ আব্দুর রউফের ছেলে আদনানুর রউফ রুদ্র বাদী হয়ে সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খঁাকে প্রধান আসামি করে ২৩ জনের নামে মামলা দায়ের করেন। সেই মামলার কামাল শেখ ২ নং, তালেব খান ১১ নং ও লিটন খান ২২ নং এজাহারনামীয় আসামী। স্থানীয়রা জানায় , কামাল শেখ ও তালেব খার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, মামলার অপর আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা প্রতিনিধি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *