মাগুরায় বাসে ত-ল্লাশি চালিয়ে ১৯৮২ পিস ইয়া-বাসহ যুবক গ্রে-প্তার র‍্যাব-৬

জিল্লুর রহমান,
মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় র‍্যাব-৬ এর অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৯৮২ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. শাকিলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যাগে থাকা ১৯৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শাকিল কক্সবাজার জেলার রামু থানার দারীয়াদীঘী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সাথে জড়িত এবং একজন পেশাদার ইয়াবা ক্যারিয়ার বলে নিশ্চিত করেছে র‍্যাব। এ ঘটনার পর তাকে মাগুরা সদর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *