পুঠিয়ায় হোটেল-রেস্টুরেন্টে ভোক্তা অধিকার অধিদপ্তরের অ-ভিযান, ১০ হাজার টাকা জ-রিমানা

পুঠিয়া( রাজশাহী ) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৩ জুলাই) দুপুরে সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

জানা যায়, অভিযানে পুঠিয়া বাজারের আসিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও বিসমিল্লাহ হোটেল– এই দুই প্রতিষ্ঠানকে খাদ্যদ্রব্য সংরক্ষণে অব্যবস্থাপনার অভিযোগে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, “দুই হোটেলের ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার, ভাত, খিচুড়ি একসঙ্গে রাখা হয়েছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল। এই অপরাধে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও বাজার মনিটরিং ও অভিযান চলবে।”

অভিযানে প্রশিকিউশনে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর হাফিজ ও নিরাপদ খাদ্য পরিদর্শক। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মাজেদুর রহমান (মাজদার) 

পুঠিয়া রাজশাহী ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *