পাইকগাছায় জন্ম ও মৃ-ত্যু নিব-ন্ধন বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ও পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার। সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মচারী এবং গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন। সভা শেষে বিগত এক বছরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি সরুপ লতা ইউনিয়ন এবং কইজ বিজয়ী ৩ জন কে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এর আগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত কপিলমুনি, হরিঢালী ও গদাইপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *