বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডু-বা প্রতিরো-ধ উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মংচিন থান
তালতলী(বরগুনা)প্রতিনিধি।।
‘যে কেউ পানিতে ডুবে যেতে পারি সবাই মিলে প্রতিরোধ করি’ এ প্রতিপাদ্য সামনে রেখে বরগুনার তালতলীতে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)’ আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে সালমা এবং সভাপতিত্ব করেন, ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন এন্ড রিসার্চ ডিভিশন এর উপ-পরিচালক আবুল বরকাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল, একাডেমিক সুপার ভাইজার গৌতম চন্দ্র বসু। সিআইপিআরবি থেকে উপস্থিত ছিলেন, ডেপুটি কমিউনিকেশন ম্যানেজার ফারহানা ফেরদৗস, অ্যাসিস্টেন্ট এমইএল ম্যানেজার অংশুমান সরকার, তালতলী প্রকল্প এলাকার এরিয়া কোঅর্ডিনেটর রজত সেন প্রমুখ।

আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

মংচিন থান
তালতলী প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *