July 25, 2025, 3:34 am
কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার শাল্লা থানা পুলিশের অভিযানে ৪৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৩৬)। তিনি শাল্লা থানার উজানগাঁও গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জহিরুল ইসলামের বসতবাড়িতে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনা করে শাল্লা থানা পুলিশের একটি দল। অভিযানে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ কেজি মাদকদ্রব্য (গাঁজা) জব্দ করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই তারেক নাজির ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাল্লা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##