December 26, 2024, 11:54 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
অবশেষে ময়মনসিংহ মিন্টু কলেজ সংলগ্ন রেললাইনে কম্পিউটার ট্রেন থেকে পড়ে যাওয়া শিশু খাদিজা (৮) নামক শিশুটির সন্ধান পাওয়ার পর পরিবারের হাতে তুলে দিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তার বাড়ী শেরপুর জেলার কোনুয়া মধ্যপাড়া গ্রামে। বাবার নাম
আলতাফ হোসেন।
দুপুরে শিশু খাদিজাকে প্রকৃত অভিভাবক তার পিতা এবং বড় ভাই এর হাতে তুলে দেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।
মঙ্গলবার (১২ই জুলাই) সকালে ময়মনসিংহ শহরের মিন্টু কলেজে রেল লেভেলক্রসিং এলাকায় জামালপুর গামী কমিউটার ট্রেন এর ছাদ থেকে পড়ে গিয়েছিলো শিশু আজিজা। পরে কোতোয়ালী পুলিশ তাকে উদ্ধার করে পরিচয় জানতে চাইলে শিশুটি তার নাম বলে আজিজা। বাবার নাম আতাব আলী। মা’র নাম বলে মোমেনা। পরে কোতোয়ালি মডেল থানার ফেইসবুক আইডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দুপুরে তার সন্ধানে কোতুয়ালী মডেল থানায় যোগাযোগ করে আজিজার পরিবার। হারানো মেয়েকে কাছে পেয়ে আবেগে আপ্লোত বাবা আলতাফ কোতোয়ালি মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।