July 23, 2025, 8:09 am
শেখ সাইফুল ইসলাম কবির বিশেষ প্রতিনিধি:
মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের সিকদার পরিবারের প্রবীণ সদস্য হাসমত আলী শিকদার আর নেই। গতকাল রাত ১২টায় ঢাকার বিজিবি হাসপাতালের আইসিইউতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। তিনি ছিলেন গফুর শিকদার ও ফুল জান বেবির চতুর্থ সন্তান।
হাসমত শিকদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে সিকদারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর জীবনে দুই কন্যা, তিন পুত্র ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হবে। তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।