July 20, 2025, 10:10 pm
মোঘল সুমন শাফকাত।। বরিশাল প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বানারীপাড়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই রবিবার সকাল ১০ টায় গুঠিয়া সরদার কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে বানারীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি পদে শাহ্ আলম মিঞা ও সাধারন সম্পাদক পদে রিয়াজ আহমেদ মৃধা নির্বাচিত হয়েছেন।
বানারীপাড়া উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে
সভাপতিত্বে করেন বানারীপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক শাহ্ আলম মিঞা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা’র সঞ্চালনায় সম্নেলন উদ্বোধন করেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান,সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল(দক্ষিন) জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু,হায়দার আলী লেলিন,দুলাল হোসেন ও কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল সহ বিএনপির অংঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।