সেনবাগে কামুমিয়া মাদ্রাসায় ফল উৎসব ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
জমকালো আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় পুরুষ্কার বিতরন ও ফল উৎসব পালিত হয়েছে।১৯ জুলাই শনিবার সকালে উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মইজদীপুরে অবস্থিত উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, স্বনামধন্য ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব সোহরাব হোসেন সুমন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সহসভাপতি ডক্টর নাজমুল হক।এসময় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাদ্রাসার ছাত্র মোশারফ হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জাফর উল্লাহ, মুহতামিম হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ ইন্জ্ঞিনিয়ার আজমল হোসেন সহ অনেকেই। উক্ত অনুষ্ঠানে দেশী বিদেশি ৫০ প্রজাতির ফল প্রদর্শিত হয়।এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মীসহ প্রায় ২ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *