July 21, 2025, 1:45 am
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়া জামগড়া বটতলা গফুর মন্ডল স্কুলের পাশে লটারির নামের জুয়া খেলায় সর্বশান্ত হচ্ছে এলাকার বসবাসকারী সাধারণ পোশাক শ্রমিকসহ বিভিন্ন মানুষ।
শনিবার (১৯ জুলাই ২০২৫ইং) সন্ধ্যার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান এর নেতৃত্বে (এসআই) আনোয়ার সঙ্গীয় ফোর্স পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে দুই জুয়া পরিচালনাকারীকে আটক করেছেন।
আশুলিয়া থানার (এসআই) আনোয়ার হোসেন বলেন, মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে, তাই ওসি স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুই জুয়ারিকে আটক করা হয়েছে, এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে, আমাদের এধরণের অভিযান চলমান আছে বলে তিনি জানান।