July 21, 2025, 1:17 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কুমিল্লা কোটবাড়ি র বার্ডে বি-রল প্রজাতির রুটি ফলের স-ন্ধান মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার ২০ লাখ টাকার আ-ত্মসাতের অভি-যোগে শিক্ষক রাশিদুল আ-টক মি-থ্যা ও হ-য়রানীরমূলক ধ-র্ষণ মাম-লার প্রতি-বাদে সংবাদ সম্মেলন বানারীপাড়া পৌর বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন সভাপতি ইমরান সম্পাদক হাবিব বানারীপাড়া উপজেলা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন সভাপতি শাহ্ আলম সম্পাদক রিয়াজ মৃধা আশুলিয়ায় কিশোর গ্যাং মা-দক স-ন্ত্রাসীদের নি-রাপদ আস্তানা-বাড়ছে চু-রি ছিন-তাইসহ অ-পরাধমূলক কর্মকাণ্ড জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সংশোধন করা নিয়ে অনেক সাধারণ মানুষ বিপা-কে পাইকগাছার উওর গড়ের আবাদ গ্রামে বাঁশের সাঁকোই দু”সহস্রাধিক মানুষের পারাপার একমাত্রই ভরসা নড়াইল জেলা পুলিশের কোর্ট পরিদর্শন করলেন অতিরিক্ত জিআইজি অ-পারেশনস
অর্থের অ-ভাবে চিকিৎসা ও লেখাপড়া অনিশ্চিত এবারের এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করা মাছুরার

অর্থের অ-ভাবে চিকিৎসা ও লেখাপড়া অনিশ্চিত এবারের এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করা মাছুরার

এম এ আলিম রিপন,সুজানগরঃ ভালো ফলাফল বা সফলতা অর্জনে দারিদ্র যে অন্তরায় হতে পারে না জিপিএ ৫ পেয়ে তা প্রমাণ করেছে মাছুরা খাতুন। এ বছরের এসএসসি পরীক্ষায় পাবনার সুজানগর উপজেলার মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু তার এই কৃতিত্বে শিক্ষক ও এলাকাবাসী খুশি হলেও তাদের পরিবারে এখন আনন্দের পাশাপাশি দুশ্চিন্তাও ভর করেছে। টাকার অভাবে তার ভবিষ্যৎ শিক্ষা ও তার চোখের টিউমার এবং কিডনীতে পাথর ধরা পড়ায় চিকিৎসা নিয়ে চিন্তিত পরিবারের সবাই।
সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের মালিফা গ্রামের ভ্যানচালক মাসুদ শেখ ও গৃহিণী হাসিনা দম্পতির দুই সন্তানের মধ্যে ইমরান মাছুরা বড়। সারা দিন ভ্যান চালিয়ে মাছুরার বাবা যে টাকা উপার্জন করেন তা সংসার চালাতেই শেষ হয়ে যায়। তাই মেয়ের পড়াশোনার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব। এরপর আবার মাছুরার শরীরের কিডনীতে পাথর ও চোখে টিউমার ধরা পড়ায় চিকিৎসা করতে যে অর্থের প্রয়োজন সেটিও নেই অসহায় এ পরিবারটির।
কলেজে মাছুরার ভর্তি ও পড়াশোনা চালানোর জন্য এবং তার চিকিৎসায় যে টাকা দরকার তা তার বাবার পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। মাসুরার বাবা কান্নাজড়িত কন্ঠে জানান, পড়াশোনায় তার আগ্রহ ও এসএসসির ফল দেখে পরিবার মাসুরাকে নিয়ে বড় স্বপ্ন দেখতে শুরু করে। তবে যখন তারা জানতে পারে উচ্চশিক্ষায় এবং মেয়ের চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন হবে, তখন থেকেই তারা দুশ্চিন্তায় আছেন। চিকিৎসক জানিয়েছেন মাছুরার চিকিৎসায় প্রায় ৭০ হাজার টাকা লাগতে পারে।
মাসুরা বলেন, আমার বাবা দরিদ্র ভ্যান চালক। সংসার সামলে আমার চিকিৎসা ও পড়াশোনা করাতে বাবার অনেক কষ্ট হচ্ছে। আমি চাই সামনে আরও ভালো পড়াশোনা করে মেডিকেলে ভর্তি হব। চিকিৎসক হওয়ার ইচ্ছে আমার। তাই আমি সরকারসহ সমাজের সবার সহযোগিতা চাই।
মাসুরার মা বলেন, মাসুরা খুব কষ্ট করে পড়াশোনা করেছে। ওর স্কুলের শিক্ষকদের সহযোগিতায় আজ সে এই ফল করেছে। সামনে যে আবার কলেজে ভর্তি হবে সেখানে এবং চিকিৎসায় অনেক টাকা খরচ হবে। এটা নিয়ে আমরা চিন্তিত। ওর পাশে আপনারা থাকবেন।
মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমান বলেন, ‘চলতি বছরের এসএসসি পরীক্ষায় মাসুরা গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। তার লেখাপড়ার বিষয়ে আমাদের সব শিক্ষকই সার্বিক সহযোগিতা করেছে। সে দরিদ্র পরিবারের সন্তান। তাই সমাজের সবাইকে তার পাশে দঁাড়ানোর আবেদন জানাই। মাছুরার পরিবারের সাথে যোগাযোগের মোবাইল নং- ০১৭৭৫-৭১৮৮০২।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD