July 21, 2025, 12:01 am
এম এ আলিম রিপন.সুজানগর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে পাবনার সুজানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে উপজেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলে উদ্যোগে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পরে উপজেলা যুবদলের সভাপতি সিদ্দিকুর রহমান পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব রিয়াজ মন্ডলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল মোনায়েম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, বিএনপি নেতা আহম্মদ আলী প্রামানিক লাটু, মোহাম্মদ আলী টুকু, সুজানগর পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান খোকন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শফিউল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, হারুন মন্ডল, তোফাজ্জল হোসেন তোফা,হাফিজুর রহমান হাফিজ, ভঁায়না ইউনিয়ন বিএনপি নেতা সান্টু, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক প্রভাষক মনিরুজ্জামান মনি, প্রভাষক রাশেদ খান ,যুগ্ন আহ্বায়ক শফিউল আযম শফি, আবু জাকারিয়া তরঙ্গ, পৌর যুবদলের সদস্য সচিব ফজলুর রহমান ফজলু, যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক সাহেব আলী মন্ডল, রতন বিশ্বাস, স্বেচ্ছাসেবকদল সুজানগর পৌর শাখার সদস্য সচিব বিপুল প্রামানিক, ছাত্রদল নেতা সাকিবুল ইসলাম, গাজী মাজাহারুল ইসলাম, আফতাব উদ্দিন, আলম শেখ, আব্দুস সবুর জয়,সংগ্রামসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। আজ তাকে নিয়ে অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। এছাড়া দেশে পরিকল্পিতভাবে বিএনপি নেতাদের মানহানি করার অপচেষ্টা চলছে।বক্তারা আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন, মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। একটি গোষ্ঠী শহীদ জিয়ার ছবি অবমাননা করে দেশের মুক্তিযুদ্ধ ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। যা একটি গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের নমুনা। আমরা বেঁচে থাকতে এই চক্রান্ত সফল হতে দেব না। বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ থেকে প্রতিরোধ গড়ে তুলতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।