July 18, 2025, 10:04 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
আজ শুক্রবার ১৮ জুলাই বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ আব্দুল্লাহ আল আবিরের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জেলা প্রশাসক এদিন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামে শহীদ আব্দুল্লাহ আল আবিরের বাড়িতে যান। তিনি সেখানে শহীদ আবিরের কবর জিয়ারত করেন, দোয়া মোনাজাতে অংশ নেন এবং কবরের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন।
স্মরণীয় এ অনুষ্ঠানে জেলা প্রশাসক শহীদের বাড়ির পাশে অবস্থিত মসজিদের বারান্দা নির্মাণে সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে ৩ (তিন) বান্ডিল টিন প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ, বাবুগঞ্জ বিআরডিবি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।