July 18, 2025, 7:38 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, খুলনা মহানগর এর ক্রীড়া প্রতিযোগিতা ও লিফলেট বিতরণ রাজধানীর বসিলায় সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম ময়মনসিংহ নগরীতে সিসি ক্যামেরা উদ্বোধন করলেন ওসি শিবিরুল ইসলাম হাসিনা নিজেই মুজিববাদের ক-বর দিয়েছেন – শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি যশোরের বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল শ্রমিক ইউনিয়ন নির্বাচনে বাবু – রাজ্জাক পরিষদের নিরঙ্কুশ জয় ইপিজেড থানায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত মোংলায়, গণঅ-ভ্যুত্থানে শহী-দদের স্মর-ণে উপজেলা বিএনপির শো-ক র‍্যালী আলোচনা সভা ও দোয়া শহী-দ আব্দুল্লাহ আল আবিরের স্ম-রণে দো-য়া অনুষ্ঠানে জেলা প্রশাসক সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড এর দাবীতে গাইবান্ধাবাসীর মান-ববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ ঝালকাঠির নলছিটিতে তারেক রহমানকে নিয়ে কুরু-চিপূর্ণ বক্তব্যের প্রতি-বাদে বিক্ষো-ভ  সমাবেশ অনুষ্ঠিত
সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড এর দাবীতে গাইবান্ধাবাসীর মান-ববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড এর দাবীতে গাইবান্ধাবাসীর মান-ববন্ধন ও বিক্ষো-ভ সমাবেশ

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে সাকোয়া ব্রীজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ,গাইবান্ধা’র উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৮ই জুলাই শুক্রবার সকালে গাইবান্ধা পৌর শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ এর সভাপতি এ্যাড.কুশলাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ্যাড.ফারুক কবীরের আহ্বানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু,সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু,গাইবান্ধা জেলা বারের সদস্য এ্যাড.মোহাম্মদ আলী প্রামানিক,রবিদাশ ফোরামের সভাপতি সুনীল রবিদাস,রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস,আইনজীবী সহকারী আব্দুল হাই,সমাজকর্মী মনির হোসেন সুইট,সাদেকুল ইসলাম, জিহাদ প্রধান,মানবাধিকার কর্মী কাজি আব্দুল খালেক,সোমা ইসলাম,কাজি আব্দুল ওয়াদুদসহ অন্যান্যরা।

বক্তারা বলেন,গাইবান্ধা আজ উন্নয়ন থেকে ছিটকে পড়া এক পকেট শহরে পরিনত হয়েছে। যেখানে নেই শিল্প,নেই কর্মসংস্থান,নেই সম্ভাবনার সদ্ব্যবহার। অথচ এই জনপদের পাশে,সাঁকোয়া ব্রিজ এলাকায় যদি ইপিজেড গড়ে ওঠে,তাহলে গোটা জেলার চিত্রই বদলে যাবে। তারা বলেন,গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক ড.কাজী আনোয়ারুল হক এই এলাকাকে কেন্দ্র করে ইপিজেড গঠনের সুপারিশ পাঠিয়েছিলেন, যেটি গাইবান্ধাবাসী আন্তরিকভাবে সমর্থন করেছিল।
দুঃখজনক হলেও সত্য,কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে এই প্রস্তাব বাতিল করে আদিবাসী সাঁওতাল পল্লীর মত একটি বিরোধপূর্ণ এলাকায় ইপিজেড স্থাপনের চেষ্টা করছে,যা মানবিক ও সুশিল মানুষের আপত্তির মুখে ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে। আগামীতে নির্যাতিত মানুষের পক্ষেই থাকবে গাইবান্ধার সচেতন মানুষ।

বক্তারা বলেন,সাঁকোয়া এলাকায় ইপিজেড হলে রয়েছে সহজ যোগাযোগ,রেলপথ,রাজপথ,নৌপথ,এমনকি হেলিপ্যাডও নিকটেই। এতে বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়বে,কর্মসংস্থান হবে হাজারো মানুষের।
সুন্দরগঞ্জ,সাঘাটা,ফুলছড়ি,
পলাশবাড়ী,গোবিন্দগঞ্জসহ আশপাশের উপজেলার মানুষ ও আশপাশের জেলার মানুষ সহজেই যাতায়াত করতে পারবে। গাইবান্ধা জেলার সাথে চারিদিকে সারাদেশ ও বিশ্ব সংযোগ রয়েছে,তাই অঞ্চলটি ইপিজেড এর জন্য হতে পারে আদর্শতম স্থান।
তারা আক্ষেপ করে বলেন, গাইবান্ধার উন্নয়নকে উপেক্ষা ও পরিবেশগত (ঊওঅ) সামাজিক প্রভাব (ঝওঅ) মূল্যায়ন ছাড়াই বর্তমান জেলা প্রশাসকের একতরফা সিদ্ধান্তে গোবিন্দগঞ্জের সাঁওতালদের দাবীকৃত বিতর্কিত উর্বরা ফসলী জমিতে ইপিজেড করার ঘোষণা শুধু অনৈতিকই নয়,গাইবান্ধাবাসীর সঙ্গে চরম অবিচার। একটি নবীন রাজনৈতিক দলের প্রভাবিত সিদ্ধান্তে জেলার ৯০% মানুষের স্বার্থ জলাঞ্জলি দেয়া হয়েছে। গাইবান্ধা চেম্বার অব কমার্স-ও প্রশ্নবিদ্ধ হয়েছে এই প্রস্তাবনায় সহযোগিতা করে।
সমাবেশ থেকে বক্তারা গাইবান্ধার উন্নয়নে গাইবান্ধা সাঁকোয়া ব্রীজ এলাকায় অবিলম্বে ইপিজেড বাস্তবায়ন,বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল/সেতু নির্মাণ,গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা,গ্যাস সংযোগ ও আধুনিক রেল যোগাযোগ,সদর হাসপাতালের দ্রুত আধুনিকীকরণের দাবী জানান।

সমাবেশের শেষে বক্তারা আহ্বান জানান,এসো দলমত নির্বিশেষে গাইবান্ধা উন্নয়নের লক্ষ্যে এক হই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বাস্তব স্বপ্ন গড়ে তুলি। তারা বলেন,এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয় এটা গাইবান্ধার অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এই জনপদের মানুষ উন্নয়নের আলো দেখতে চায়,কাজের সুযোগ চায়, স্বপ্নপূরণের পথ চায়। সেই পথ শুরু হোক সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের মধ্য দিয়ে।।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD