July 18, 2025, 8:03 pm
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে দোয়ারিকাতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে পরিচালিত এ অভিযানে সনি ব্রিকস, ইসলাম ব্রিকস ও রাখি ব্রিকস নামক তিনটি ইটভাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এই জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফারুক আহমেদ। এ সময় সহযোগিতা করেন এয়ারপোর্ট থানা পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশের একটি টিম।
ইউএনও মোঃ ফারুক আহমেদ জানান, “আইন লঙ্ঘন করে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করে যারা মাটি কাটবে, তাদের বিরুদ্ধে নিয়মিত এই ধরনের অভিযান চালানো হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে।”