July 18, 2025, 8:08 pm
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।
নেছারাবাদে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া একই পরিবারের চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারনে তার অজ্ঞান হয়েছে জানা যায়নি। ধারণা করা হচ্ছে খাবারের সাথে কিছু মেশানো হয়েছিলো চুরির উদ্দেশ্য।
ঘরের সবকিছু এলোমেলো, আলমারিয়া খোলা অবস্থায় দেখা গেছে। ঘরের সদস্যরা অজ্ঞানha থাকায় দুষ্কৃতিকারীরা ঘর থেকে কি কি নিয়ে গেছে তার খবর এখনো পাওয়া যায়নি। এলাকাবাসী অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
১৮ জুলাই শুক্রবার নেছারাবাদ উপজেলা দৈহারী ইউনিয়নের থালিয়া গ্রামের ৯নং ওয়ার্ডে ঐ ঘটনা ঘটে। অসুস্থরা হলেন- সুমন্ত সমাদ্দার (৬৫), তারা সমাদ্দার (৫৫), পলাশ সমাদ্দার (৩৫) ও তুলি সমদ্দার (২৫)।
প্রতিবেশী বিপুল মিস্ত্রি জানান এরা চারজন একাই পরিবারের বাবা,মা ছেলে এবং ছেলের বৌ। সুমন্ত সমদ্দার এর ভাতিজা স্বপন এসে সকাল ৯টার দিকে এসে আমাকে ঘটনাটি বলে, আমি গিয়ে দেখি তারা চারজন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন দুটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসি বাসায় কিকি ক্ষতি হয়েছে সেটা আর দেখতে পারিনায়।
প্রতিবেশী কলার ব্যবসায়ী সেলিম জানান, সকাল বেলা আমি বাসার পাশ থেকে যাচ্ছিলাম দেখি ঘরের দরজা দেয়া কিন্তু বাতি জলে এবং ফ্যান চলে, আমি তখন ছেলের নাম ধরে ডাক দেই কিন্তু কোন সাড়াশব্দ পাইনা তখন পাশের ঘরে স্বপনকে ডেকে বলি ঘরে বাতি জলে ফ্যানচলে দরজা বন্ধ।স্বপন এসে স্ব জোরে ডাকদিলে ছেলে উঠে দরজা খুলে দেয় এবং সেখানেই পড়ে যায় তখন ঘরে ডুকে দেখি সকালে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সবাই মিলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসি।
এলাকাবাসী সূত্রে জানাযায় কয়েকদিন পূর্বে সুমন্ত সমদ্দার একটি গরু বিক্রি করেছিলো হয়তো বা দুষ্কৃতিকারীরা সেই টাকা নিতে এসেছিল।তবে কি কি নিয়ে গেছে তা এখনো বলা যাচ্ছে না তারা সুস্থ হওয়ার পরে জানা যাবে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি বনি আমিন জানান, ঘটনাটি আমাদের কেউ জানায়নি তবে অভিযোগ পেলে আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।
আনোয়ার হোসেন
নেছারাবাদ উপজেলা সংবাদদাতা।।