July 18, 2025, 8:18 pm
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) ।।
নোয়াখালীর সেনবাগে ১৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল হল রুমে সৈয়দ হারুন ফাউন্ডেশন- এর পক্ষ থেকে মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।উক্ত আয়োজনকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল আনন্দ ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণের মাধ্যমে একদিকে যেমন আনন্দের ছোঁয়া পৌঁছে দেওয়া হয়েছে, অন্যদিকে শিক্ষার প্রতি আগ্রহ ও প্রেরণাও বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও হাজী আবদুস ছাত্তার, সমাজসেবক আবু ইউচুপ মজুমদার , ৫নং অর্জুনতলা ইউপি প্যানেল চেয়ারম্যান হাফেজ খোরশেদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাহার বেগম ও সহকারী শিক্ষকবৃন্দ, ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব কাউছার আহমেদ, বর্তমান আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব, ৫নং ওয়ার্ড প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, রমাদ্বানুল ইসলাম বিজয়, মোঃ সাইফুজ্জামান রাহাত সহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সৈয়দ হারুন ফাউন্ডেশন সবসময়ই শিক্ষা, মানবিকতা ও সমাজসেবামূলক কাজে পাশে থাকার অঙ্গীকারে এগিয়ে চলেছে,এগিয়ে যাবে এই প্রত্যাশার আলোকে লায়ন সৈয়দ হারুন ফাউন্ডেশন সব সময় সমাজের আলোকিত মুখদের পাশে আছে পাশে থাকবে এই কামনাই করে চলছে।তাই সহযোগিতায় আলোকিত হোক প্রতিটি শিক্ষা জীবন।