কুমিল্লায় জুলাই গনঅ-ভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য প্রতিকী ম্যারাথন অনুষ্ঠিত

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,
কুমিল্লায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে এক বর্ণাঢ্য প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই ম্যারাথনের আয়োজন করা হয়। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার আনুষ্ঠানিকভাবে ম্যারাথনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যারাথনটি শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে শেষ হয়। হাতে ব্যানার, ফেস্টুন এবং মুখে গণচেতনার স্লোগান নিয়ে নানা শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়।

জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, এই প্রতীকী ম্যারাথনের মাধ্যমে নতুন প্রজন্ম ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নিজেদের সচেতন ভূমিকা রাখতে উৎসাহিত হবে। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *