বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ঢাকা, ১৭ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): আজ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মাতৃসদন কেন্দ্রে অসহায় ও দুস্থ ব্যক্তিদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, চশমা বিতরণ ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মেডিসিন, চক্ষু ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম কর্তৃক প্রায় ৬ শতাধিক রোগীকে দিনব্যাপী চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। পাশাপাশি ৯০ জন চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়।

আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এরূপ জনকল্যাণমূলক কার্যক্রম সেনাবাহিনী কর্তৃক অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *