July 17, 2025, 9:32 pm
আরিফ রববানী ময়মনসিংহ।।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের উপর ফ্যাসিস্ট ছাত্রলীগের হামলা,অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে
ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৫টায় মহানগর জামায়াতের উদ্যোগে শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর
থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য,
মহানগর জামায়াতের আমির ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৫২ময়মনসিংহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
মিছিল পূর্ব সমাবেশে গোপালগঞ্জে নারকীয় হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন জামায়াতে মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ্ কায়সার, সহ-সেক্রেটারী আনোয়ার হাসান সুজন,মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় বক্তারা জানান, ২৪শের জুলাই আন্দোলনে যাদের সাহসী ভূমিকায় এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে, সেই জুলাই সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকে দায়ী করে আগামী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় জামায়তে ইসলামী জনগণকে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
বিক্ষোভ মিছিলে জামায়াতে মহানগর শাখার কর্মপরিষদের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।