চতুর্থবারের মত রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন আবারও চতুর্থবারের মত রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আজ বৃহস্পতিবার (১৭ই জুলাই) তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

জেলা পুলিশ আয়োজিত অপরাধ সভায় পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়। এর আগে গত ১৮ মে এবং গত ১৭ এপ্রিল ২০২৫ সালে রাজশাহী রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ সভায়ও তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান। এবার পরপর চতুর্থবার এই সম্মাননা তাঁর পেশাদারিত্ব ও ধারাবাহিক সফলতার প্রতিফলন।

ওসি রুহুল আমিন গোদাগাড়ী থানায় যোগদানের পর থেকেই মাদক বিরোধী অভিযান, কিশোর গ্যাং নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কমিউনিটি পুলিশিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তাঁর মানবিক ও জনবান্ধব পুলিশিংয়ের কারণে তিনি সাধারণ মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।

পুরস্কার গ্রহণের পর ওসি রুহুল আমিন বলেন, এই সম্মাননা গোদাগাড়ী থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। জনগণের জন্য কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।

স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা জানান, ওসি রুহুল আমিন একজন মানবিক, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর নেতৃত্বে গোদাগাড়ী থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি লাভ করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, গোদাগাড়ী থানার এই সফল নেতৃত্ব রাজশাহী জেলার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *