July 17, 2025, 9:11 pm
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড (ফকির বাড়ি বটতলা) এলাকার জাকির হোসেনের মেয়ে প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী মোছাঃ নিলুফা বেগম বাড়িতে একা থাকার সুযোগে মাদক সন্ত্রাসী মোঃ সুজন (৩০), ১৫ লাখ টাকা চাঁদা দাবী করে, চাঁদার টাকা না দেয়ায় বিভিন্ন হুমকি ধামকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫ইং) সরেজমিনে গিয়ে জানা গেছে, ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের (ফকির বাড়ি বটতলা) এলাকা স্থানীয় মৃত্যু হাবিব এর ছেলে মোঃ সুজনসহ অজ্ঞাতনামা আরো ৪-৫জন মাদকের টাকা জোগাড় করতে এলাকায় চাঁদাবাজি ফিটিংবাজি করে বলে এলাকাবাসী জানায়।
এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী নিলুফা বেগম আশুলিয়া থানায় মামলা করার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ নিলুফা বেগম জানায়, আমি গৃহিণী, আমার স্বামী প্রবাসী মোঃ বাবুল হোসেন (৪৫), এর আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন জামগড়া ফকির বাড়ি বটতলা এলাকায় ক্রয় করা ৫ শতাংশ জমি আছে। উক্ত সম্পত্তির উপর ৮টি রুম আছে সেখানে আমিসহ আমার পরিবার সুখে শান্তিতে বসবাস করে আসছি। উক্ত বিবাদী সুজন এলাকার স্থানীয় সে প্রতিনিয়ত মাদক দ্রব্য সেবন করে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এলাকায় অপরাধ করলেও তার ভয়ে মানুষ মুখ খুলে না। সে আমার বাড়ি দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আর বলে এই টাকা দিলে আর বিরক্ত করবো না। গত ১২/০৭/২০২৫ইং সকাল ৯টার দিকে সুজনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন আমার বাড়ি ভাংচুর করেছে আমি এর সঠিক বিচার চাই।
এ ঘটনার পর উক্ত বিবাদী মোঃ সুজন এর বক্তব্য নিতে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
উক্ত ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার (এসআই) আকরাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। চাঁদাবাজ সন্ত্রাসী অপরাধী যেইহোক কাউকে ছাড় দেয়া হবে না বলে এই পুলিশ অফিসার জানান।