কুড়িগ্রাম আদালতে ৩টি প্রতিষ্ঠানের বিরু-দ্ধে মাম-লা দা-য়ের

প্রেস বিজ্ঞপ্তি

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনার সময় বিএসটিআই আইন- ২০১৮ এর ১৫ ও ২১ ধারা লংঘনের কারণে অনুযায়ী ১৫ জুলাই ২০২৫ খ্রি: তারিখে নিম্ন বর্ণিত ০৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, কুড়িগ্রাম বরাবর মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরকৃত প্রতিষ্ঠানগুলি হচ্ছে:
০১। মোঃ নজরুল ইসলাম (৫৫), মেসার্স সৈনিক বেকারী, পঁাচপীর বাজার, উলিপুর, কুড়িগ্রাম; পণ্য- ব্রেড ও বিস্কুট; মামলা নং- সিকে-৪১১/২৫,
০২। মোঃ শহিদুল ইসলাম (৪৫), মেসার্স বাবু বেকারী, কাঠালবাড়ী বাজার, সদর, কুড়িগ্রাম; পণ্য- ব্রেড, বিস্কুট, কেক, সরিষার তেল; মামলা নং- সিআর- ৬২১/২৫,
০৩। সৈয়দ আসাদুজ্জামান (৫১), মেসার্স আবিদ ট্রেডার্স, কাঠালবাড়ী বাজার, সদর, কুড়িগ্রাম; পণ্য- ব্রেড, বিস্কুট, কেক, সরিষার তেল; মামলা নং- সিআর- ৬২২/২৫,

জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *