July 17, 2025, 1:15 pm
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে শহিদদের স্মরণে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, এসআই আতিকুর রহমান, প্রভাষক লুৎফা ইসলাম, শহিদ নবী নূরের কন্যা নাজমা খাতুন ও রকিবুল ইসলামের পিতা রফিকুল ইসলাম গাজী। ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, আহত সাত্তার গাজী ও রজব আলী গাজী, সাংবাদিক জিএম মিজানুর রহমান, আবুল হাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আব্দুল কাদের নয়ন, তানভীর আহমেদ ও আফরোজা জাহান জনা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক
ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা