July 17, 2025, 4:17 pm
আজিজুল ইসলাম, যশোরঃ : যশোরের বাগআঁচড়া নাভারণ বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সুধি সমাবেশ ও মৃত শ্রমিক পরিবারের হাতে মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।
বুধবার(১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিষ্ট্রিক বাস সিন্ডিকেট যশোরের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল।
বিশেষ অতিথি ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এসময় শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন,সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা,কায়বা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান,
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৩১ জন মটর শ্রমিক পরিবারের হাতে নগদ ৩৫ হাজার টাকা করে মোট ১০ লাখ ৮৫ হাজার টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়।