চট্টগ্রামে ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’—তরুণদের হৃদয়ে বিপ্লবের আলোর রেখা

শহিদুল ইসলাম,

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম:

চট্টগ্রামের ইতিহাসপ্রেমী তরুণদের জন্য এবার এক অনন্য সন্ধ্যার আয়োজন—‘জুলাইয়ের গান ও ড্রোন শো’। আগামী বুধবার, ১৬ জুলাই, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যতিক্রমী আয়োজন।

১৯৭২ সালের জুলাই গণজাগরণ ও বিপ্লবের ইতিহাসকে সামনে রেখে সাজানো হয়েছে এই প্রযুক্তি ও সংস্কৃতির সম্মিলিত সন্ধ্যা। গানের ঝঙ্কার আর আকাশভরা আলোর ভেলায় ইতিহাসের স্মৃতিচারণ ও উদ্দীপনার মিলন ঘটবে একই মঞ্চে।

সন্ধ্যায় গানে গানে বিপ্লবের স্মৃতি
অনুষ্ঠানে জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা পরিবেশন করবেন দেশাত্মবোধক ও প্রেরণামূলক গান। গান হবে ‘জুলাই বিপ্লব’ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এই গানের সঙ্গে সমান্তরালে ড্রোন শো-তে ফুটে উঠবে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর দৃশ্যরূপ—আকাশে ভেসে উঠবে বর্ণিল আলোর মাধ্যমে বিপ্লব, গণআন্দোলন ও বীরত্বগাথা।

প্রযুক্তির সংযোজন, নিরাপত্তার সর্বোচ্চ প্রস্তুতি
খোলা আকাশের নিচে আয়োজিত এই বিশাল জনসমাগমে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। স্টেডিয়াম চত্বর ও আশপাশে স্থাপন করা হবে উচ্চক্ষমতার সিসিটিভি ক্যামেরা, ড্রোন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কক্ষ।

সমন্বয় সভায় ছিল প্রশাসনের শীর্ষ মহল
১৫ জুলাই, মঙ্গলবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান ঘিরে প্রস্তুতিমূলক সমন্বয় সভা।
সভায় উপস্থিত ছিলেন: সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী,,সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিদুর রহমান
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন
পুলিশ কমিশনার হাসিব আজিজ,,জেলা প্রশাসক ফরিদা খানম
চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামসহ,অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মীরা।

“ইতিহাসের সাথে হৃদয়ের সংযোগ”—ফারুকীর বক্তব্য

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী বলেন—“এই আয়োজন কেবল একটি অনুষ্ঠান নয়, এটি একটি ঐতিহাসিক আবেগের বহিঃপ্রকাশ। তরুণ প্রজন্মের হৃদয়ে প্রযুক্তির আলোয় ছড়িয়ে দিতে হবে অতীতের বীরত্ব, সংগ্রাম ও চেতনা। এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ চিন্তাকে আরও ঐতিহাসিকভাবে গঠিত করবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *