July 16, 2025, 2:35 am
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একটি মামলার জামিন নিতে গেলে ১২ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপরদিকে অপরপক্ষের দায়েরকৃত মামলার প্রধান আসামী সুজানগর পৌর বিএনপির এক নং যুগ্ন সাধারণ সম্পাদক(বহিষ্কৃত) মজিবর রহমান খঁান কে সোমবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার চর সুজানগর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। পরে এদিন বিকেলে সুজানগর থানায় তাকে হস্তান্তর করা হয়।
জানাযায়, অ্যাডভোকেট মাসুদ খন্দকারের মাধ্যমে সুজানগর উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ তার অনুগত ৩৩ নেতাকর্মীদের বিরুদ্ধে অপর পক্ষের করা মামলায় চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট কোর্টের (আমলি আদালত-২)-এর বিচারক মো. মোস্তাফিজুর রহমানের কাছে ১৩ জনের জামিন আবেদন করা হয়। এ ১৩ জনের মধ্যে একজন শিক্ষার্থীর পরীক্ষা থাকায় তার জামিন মঞ্জুর করা হয়। বাকি ১২ জনের জামিন নামঞ্জুর করে পাবনা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। অ্যাডভোকেট মাসুদ খন্দকার জানান, প্রথমে ১৩ জনের জামিন ধরা হয়েছিল। ১২ জনকে জামিন নামঞ্জুর করে পাবনা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন, তঁাতিবন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম আজম, তঁাতিবন্দ ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মজিবর রহমান খান, সুজানগর পৌরসভার ভবানীপুর এলাকার ওমর কসাইয়ের ছেলে জাবেদ, একই এলাকার মো. হাসু শেখের ছেলে মো.ফারুক শেখ, তঁাতীবন্দ ইউনিয়নের কামারদুলিয়া গ্রামের মন্টু মাস্টারের ছেলে রুহুল আমিন, শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম, একই ইউনিয়নের ক্রোড়দুলিয়া গ্রামের মন্টু মাস্টারের ছেলে হাসেন খঁার ছেলে রঞ্জু শেখ, শিতল আলীর ছেলে আইযুব আলী, তঁাতিবন্দ ইউনিয়নের উদয়পুর গ্রামের ময়েন বিশ্বাসের ছেলে রাজ্জাক, মজিবর বিশ্বাসের ছেলে হাসু বিশ্বাস, ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বছির শেখের ছেলে বিল্লাল শেখ, এরা স্থানীয় বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিষ্কৃত) শেখ আব্দুর রউফের অনুসারী ।
উল্লেখ্য, গত ৯ জুলাই বুধবার সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হলরোডে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে এবং ২৫ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় শুক্রবার (১১ জুলাই) রাতে গুরুতর আহত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিষ্কৃত) শেখ আব্দুর রউফের ছেলে আদনানুর রউফ রুদ্র বাদী হয়ে সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খঁাকে প্রধান আসামি করে ২৩ জনের নামে মামলা দায়ের করেন। এরপরপই মামলায় সুজানগর হাসপাতাল পাড়ার আলতু খার ছেলে নয়ন খা গ্রেপ্তার হন। এ ছাড়া অপর পক্ষে চর ভবানীপুরের আব্দুর রশিদের স্ত্রী কাজলী খাতুন বাদী হয়ে সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আজকে পাবনা আদালতের মাধ্যমে জামিন নিতে গেলে ১২ আসমীর জামিন আবেদন না মঞ্জুর করে আদালত ।
সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, উভয়পক্ষ পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন। এ দুটি মামলার আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।