পাইকগাছায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বং-স

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

খুলনার পাইকগাছায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে নার্সারিতে উৎপাদনকৃত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের চার নার্সারিতে উৎপাদিত সাড়ে দশ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব বিশ্বাস, উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, কমলেশ কুমারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

রজনীগন্ধা নার্সারিতে ২হাজার ৫শো। সবুর নার্সারিতে ৪ হাজার, আলআমিন নার্সারিতে ৩ হাজার এবং ঝর্ণা নার্সারিতে ১ হাজারসহ সাড়ে ১০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *