July 15, 2025, 12:38 am
মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে,
কুমিল্লার নিউ মার্কেটের ভিতরে মেসার্স বাবুল ষ্টোর থেকে বিভিন্ন সময় প্রায় অর্ধলক্ষ টাকার ডিম চুরি করে নিয়ে যায় সুমন নামের এই যুবক।
অবশেষে গত রাতে সিসি ক্যামেরা দিয়ে ডিম চোরকে হাতে নাতে আটক করেন দোকানের মালিক বাবুল মিয়া।
পরে নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ি সমিতির সহযোগিতায় পুলিশের কাছে তুলে দেন চোরকে।দীর্ঘ দিন যাবত একটি চক্র নিউ মার্কেট এলাকায় চক্রটি চুরি করে আসছে, কিছু দিন পূর্বে হাজী পেপের হাউজের সামনে থেকে রক্ষিত কাগজের রিম নিয়ে চলে যায় তাও সিসি ক্যামেরা ধরা পরে কিন্তু চোর ধরা পরেনি। ব্যাবসায়ীরা এবার সর্তক হয়েছে।