August 31, 2025, 9:02 am
বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের উত্তর ভূতেরদিয়া লাশ ঘাটা এলাকায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা।
জন্মগতভাবে প্রতিবন্ধী মো: আরিফ (পিতা: মো: বাবুল হাওলাদার, পেশা: দিনমজুর) আজ দুপুরে কিছু সন্ত্রাসীর হাতে নির্মমভাবে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, সন্ত্রাসীরা তাকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীর ভাষ্যমতে, আরিফের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা।
এখন পর্যন্ত হামলার কারণ স্পষ্ট নয়, তবে এলাকাবাসী এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতার দাবি করেছেন।