কুমিল্লার আলেখারচরে জুলাই গনঅ-ভ্যুত্থানে জুলাই শহীদ স্মৃ-তিস্তম্ভের ভিত্তি প্রস্থর স্থাপন

কুমিল্লা থেকে তরিকুল ইসলাম তরুন,

কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।

কুমিল্লা, ১৪ জুলাই, ২০২৫, জেলা প্রশাসনের উদ্যোগে
সোমবার কুমিল্লার সদর উপজেলার আলেখার চরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘জুলাই শহিদ স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন, প্রধান অতিথি জেলা প্রশাসক আমিরুল কায়সার। জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার বীর শহীদদের আত্মত্যাগ ও অবদানকে স্মরণীয় করে রাখতে এই স্তম্ভটি নির্মাণ করা হচ্ছে।

এসময় তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং এই স্মৃতিস্তম্ভটি নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করেন। স্মৃতি স্তম্ভ

এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এরকম উদ্যাগে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু বলেন আগষ্টের ৪ তারিখ ২০২৪ ছিল স্মরনীয়, নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি করেছিল আওয়ামী লীগের দোসরা,আমরা জীবন বাজি রেখে প্রতিরোধ করেছি মাঠে থেকেছি।আলেখারচর শহীদের মর্যাদার জন্য স্মৃতি স্তম্ভ ভিত্তি স্থাপন হওয়াতে আমি মনে সুন্দর হয়েছে। ঢাকা চট্টগ্রাম যাতায়াতে সহসা মানুষ দেখতে পাবে।ধন্যবাদ জানাই কুমিল্লা জেলা প্রশাসনকে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *